June 5, 2023
আফ্রিকা মহাদেশ | আদ্যোপান্ত | Africa Continent Facts | Adyopanto



আফ্রিকা, পৃথিবীর একমাত্র মহাদেশ যার ওপর বিষুব রেখা এবং শূণ্য ডিগ্রি দ্রাঘিমাংশ রেখা দুটো পরষ্পরকে ছেদ করেছে। হোমো স্যাপিয়েন্স নামে পরিচিত আধুনিক মানবজাতির উৎপত্তি থেকে শুরু করে প্রাচীনতম ের অবস্থান এই মহাদেশেই। এমন বিভিন্ন কারণে আফ্রিকা মহাদেশের নাম সুপরিচিত। আয়তনের হিসেবে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার হিসেবেও বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ। কিন্তু জানেন কি, আফ্রিকা মহাদেশের অধিবাসী প্রায় দেড়শো কোটি মানুষের মধ্যে অর্ধেকের বয়সই আঠারোর নিচে। তাছাড়া আফ্রিকাই পৃথিবীর একমাত্র মহাদেশ যা চওড়ার তুলনায় বেশি লম্বা।

আফ্রিকা মহাদেশ সম্পর্কে এমন কিছু চমকপ্রদ বৈশিষ্ট্যের কথা জানবেন ’র এই পর্বে।

📌 সাবস্ক্রাইব করুন :
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই “🔔” বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:

💻 আমাদের ওয়েবসাইট:

📌 For Copyright Related Issues, please contact us:
greenfootstudio@gmail.com

source

25 thoughts on “আফ্রিকা মহাদেশ | আদ্যোপান্ত | Africa Continent Facts | Adyopanto

  1. বিবর্তনবাদের মত বাজে কথা বা বাজে থিউরি পৃথিবীতে দ্বিতীয়টি নেই মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন

  2. ফ্রান্সের ঔপনিবেশিক শাসন এখনো অর্থনৈতিকভাবে বিদ্যমান। বিষয়টি এড়িয়ে গেলেন।
    চীনের বিষয়টা এখনো নতুন। এটা উল্লেখ করলেন।

  3. আপনার ভিডীও এক বারে কোনোটা দেখে শেষ করতে পারিনা,,, এতো তথ্য থাকে জা আমায় ভিডিও ডাউনলোড করে বার,বার দেখতে বাধ্য করে✌️❤️🇧🇩

  4. ভুল ধারণা আর ফালতু কথা
    মানব জাতির সৃষ্টি হয়েছে আদম আঃ থেকে
    মহান আল্লাহর সৃষ্টি

  5. ইউরোপ মহাদেশের পরাশক্তি দেশগুলো,
    সারাবিশ্বে থেকে লুটপাট করে,এখন উন্নত দেশ হয়েছে।
    তাদের মুখে আবার বড় বড় কথা।

  6. আপনার উপস্থাপন ভালো লাগে কিন্তু, ডারউইন মতবাদ এখানে আনা ঠিক হয়নি।কারণ মুসলিম কখনও ডারউইন মতবাদ বিশ্বাস করে না। মুসলিমদের আদি পিতা আদম আঃ একজন পরিপূর্ণ মানুষ ছিলেন মা হাওয়া আঃ এর গর্ভে আমাদের জন্ম।

  7. মাউন্ট কিলিমাঞ্জারোসহ বিশ্বের অন্যান্য পর্বতশৃঙ্গ নিয়ে তথ্যবহুল একটি ডকুমেন্টারি প্রেজেন্ট করলে ভিশন উপকৃত হবো ভাইয়া….

  8. আফ্রিকা মহাদেশের প্রতিটি দেশ নিয়ে আলাদা আলাদা ভিডিও বানালে খুবই ভালো হতো। আপনার প্রচেষ্টায় অনেক কিছুই জানতে পারি।

  9. আপনার সাথে বসে চা খেতে চাই।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *